করোনা ভাইরাস: পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি আক্রান্ত বলে জানিয়েছেন

শহীদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।

ছবির উৎস, Jan Kruger-ICC

ছবির ক্যাপশান, শহীদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।

পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন শহীদ আফ্রিদি বলছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

টুইটারে এক বার্তায় তিনি জানিয়েছেন, "বৃহস্পতিবার থেকে আমার শরীরটা ভাল যাচ্ছে না। শরীরে ব্যথা শুরু হয়েছে। আমার টেস্ট হয়েছে। এবং দু:খজনক হলো আমি পরীক্ষায় আমার করোনাভাইরাস ধরা পড়েছে। আমার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন, ইনশা আল্লাহ।"

পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে শহীদ আফ্রিদি দ্বিতীয় যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এর আগে তৌফিক উমরও করোনা পজিটিভ শনাক্ত হন।

তবে কিছুদিন আগে তিনি জানিয়েছেন তিনি সম্পূর্ণ আরোগ্যলাভ করেছেন।

এর মধ্যে পাকিস্তানে লেগ স্পিনার রিয়াজ শেখসহ অন্তত দু'জন প্রথম শ্রেণির ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শহীদ আফ্রিদির টুইটার ঘোষণা:

Skip Twitter post, 1
Twitter কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Twitterএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Twitter কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

End of Twitter post, 1

ক্রিকেটের পিচে শহীদ আফ্রিদির পদচারণ শুরু হয় ১৯৯৬ সালে।

তিনি এ পর্যন্ত ২৭টি টেস্ট, ৩৯৮ ওডিআই এবং ৯৯টি টি-২০ খেলেছেন।

তিনি ২০১১ সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে পাকিস্তান দলে নেতৃত্ব দেন।

কিছু দিন আগে শহীদ আফ্রিদি ২০ হাজার ডলার দিয়ে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমের একটি ব্যাট কিনে নেন।

দরিদ্রদের জন্য তহবিল তৈরির লক্ষ্যে তার একটি ঐতিহাসিক ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিক।

করোনাভাইরাসে কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ার ফলে জীবনযাপন কষ্টকর হয়ে যাওয়া মানুষের সহায়তায় তহবিল তৈরির চেষ্টা করছিলেন তিনি।

২০-২০ বিশ্বকাপে ঢাকার মীরপুর স্টেডিয়ামে শহীদ আফ্রিদি।

ছবির উৎস, PUNIT PARANJPE

ছবির ক্যাপশান, ২০-২০ বিশ্বকাপে ঢাকার মীরপুর স্টেডিয়ামে শহীদ আফ্রিদি।
Banner image reading 'more about coronavirus'
Banner